www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিনোদন

ক্ষতিপূরণ দিলেন ‘ফ্লপ’ শাহরুখ

বিনোদন ডেস্ক : ২০১৭ সালটা মোটেই ভালো কাটেনি বলিউড বাদশাহ শাহরুখ খানের। পর্দায় এ বছরে কোনো সাফল্যের দেখা তো পানইনি, উল্টো ছবি ফ্লপের দায় কাঁধে নিয়ে বিপুল পরিমাণ টাকা ক্ষতিপূরণ গুণতে হয়েছে কিং খানকে।

এই ক্ষতিপূরণটা তিনি দিয়েছেন ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব হ্যারি মেট সেজল’ ছবির জন্য। চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়া এ ছবিতে তিনি জুটি বেধেছিলেন অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে। কিন্তু ‘রব নে বানা দি জোড়ি’ ও ‘জক তক হ্যায় জান’ এর মতো ঝলক দেখাতে পারেননি শাহরুখ-আনুশকা কেউই। যার কারণে ফ্লপের তালিকায় চলে যায় ছবিটি।

অভিনয়ের পাশাপাশি পরোক্ষভাবে এ ছবির প্রযোজকও ছিলেন শাহরুখ খান। স্ত্রী গৌরীর নামে ছবিটি প্রযোজনা করেছিলেন তিনি। কিং খানের যেকোনো ছবি মুক্তি পেলে যেখানে ন্যুনতম ১০০ কোটি টাকা ব্যবসার প্রত্যাশা নিয়ে বসে থাকেন ডিস্ট্রিবিউটররা, সেখানে ‘জব হ্যারি মেট সেজল’ মাত্র ৬৪.৩৩ কোটি টাকার ব্যবসা করেছে।

কাজেই, অভিনেতা ও প্রযোজক হিসেবে ছবির ব্যর্থতার দায়টা নিজের কাঁধে তুলে নিলেন বলি বাদশা। জানা গেছে, সারা দেশে ছবিটি ডিস্ট্রিবিউটের সিংহভাগই ছিল এনএইচ স্টুডিওর দায়িত্বে। যাদের ১৫ শতাংশ টাকা ফিরিয়ে দিয়েছেন শাহরুখ। এছাড়া যারা ডিস্ট্রিবিউটরের দায়িত্বে ছিলেন তাদেরও প্রত্যেককে ৩০ শতাংশ টাকা ফিরিয়ে দেয়া হয়েছে।

মুক্তির পর থেকেই নাকি শাহরুখের কাছে অভিযোগ জানাচ্ছিলেন ডিস্ট্রিবিউটররা। প্রত্যেকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছিলেন। সেই দাবি মেনেই টাকা ফিরিয়ে দিলেন বাদশাহ। সাথে এটাও বোঝালেন যে, ‘সাফল্যের ফল পেলে, ব্যর্থতার দায়টাও কাঁধে নিতে হয়।’

এর আগে একই পথে হেটেছিলেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু সালমান খানও। চলতি বছরেই ফ্লপের কালিমা লাগে সালমান অভিনীত ‘টিউবলাইট’ ছবির গায়েও। যার সম্পূর্ণ দায় নিজের বলে স্বীকার করে ক্ষতিপূরণ বাবদ ডিস্ট্রিবিউটরদের হাতে ৩২ কোটি রুপি তুলে দিয়েছিলেন নায়ক। এবার সালমানের দেখানো সেই পথে হাটলেন শাহরুখও। বন্ধু বলে কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!