www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

কুষ্টিয়ায় মাদক মামলায় আসামির যাবজ্জীবন সাজা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা থানায় মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি নাম জিয়ারুল ইসলাম। সে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ১২ মাইল এলাকার ইয়াকুব মণ্ডলের ছেলে। একই মামলায় অপর দুই আসামিকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকার প্রয়াত আকবর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ও ফারাকপুর হঠাৎপাড়া এলাকার মজিবর শেখের ছেলে বাবুল শেখ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর র‌্যাব-১২ কুষ্টিয়ার একটি আভিযানিক দল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকা থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা ও ৬০০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ভেড়ামারা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

error: Content is protected !!