www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

কুমিল্লার ডাক্তারের ভূল চিকিৎসায় মৃত্যুর সাথে পান্জা লড়ছেন শিশু রেশমা

কুমিল্লাবিডি ডেস্ক  :  কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের ৩য় তলার ২৩নাম্বার বেডে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন শিশু রেশমা (৮)।   শিশুটি জেলার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের টুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।  এর আগে চার মাস ধরে চিকিৎসা করিয়েছেন,লাকসাম পৌর সদরের ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালের ডা: শাহেদ আনেয়ার ভূঁইয়ার ভূল চিকিৎসা শিশুটির ডান পায়ে পচঁন ধরেছে বলে অভিযোগ করেছেন শিশুর মাতা।
জানা যায় গত ১৫ এপ্রিল রাস্তা পার হতে গিয়ে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় পায়ের গোড়ালীতে আঘাত পায় শিশুটি।
ওইদিন শিশুটিকে ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালে ভর্তি করেন,তাঁকে চিকিৎসা দেন ডা: শাহেদ আনোয়ার ভূঁইয়া,তিনি জেলার নাঙ্গলকোট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।তিনি মাস খানেক চিকিৎসার পর অপারেশন মাধ্যমে ভালো পা থেকে চামড়া নিয়ে দূর্ঘটনায় আগাত পাওয়া পায়ে চামড়া প্রতিস্হাপন করে।আরো একমাস চিকিৎসা দিতে থাকেন জোড়া না লেগে ধীরে ধীরে শিশুটির পায়ে পঁচন ধরে।চার মাসে ডাক্তার বিভিন্ন পরিক্ষা,চিকিৎসার নামে সকল সহায় সম্ভল বিক্রি করে হাসপাতালে প্রায় দুই লাখ টাকা দেন শিশুটির পরিবার।
শিশুর মা নার্গিস আক্তার জানান,ডাক্তারের ভূল চিকিৎসার চার মাস পর রেশমার পায়ের অবস্তার অবনতি ঘটলে,এক আত্নীয়ের সহযোগিতায় গত ১৮ আগষ্ট কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি।

এ প্রসঙ্গে অভিযুক্ত চিকিৎসক ডা: শাহেদ আনোয়ার ভূঁইয়া বলেন,আমি কুমিল্লার সেরা চিকিৎসক,আমার উপরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোন ডাক্তার নাই।রেশমাকে কোথায় কখন নিয়ে যাওয়া হয়েছে জানিনা।
রেশমার বর্তমান চিকিৎসক কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের ডা:কাজী এমরান আহমেদ বলেন,রোগিকে সুস্হ করে তুলতে আরো সময় লাগবে।
এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান বলেন,শিশুটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে।শিশুর পরিবার অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করে দোষি হলে বিভাগীয় ব্যাবস্হা গ্রহন করা হবে।

error: Content is protected !!