www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

শীর্ষ সংবাদসারাদেশ

কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় যাত্রী পারাপার বন্ধ

মাদারীপুর প্রতিনিধি:ফাইল ছবি
করোনার সংক্রমণ এড়াতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করেছে মাদারীপুর ডিসি।
রোববার সকাল থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন ডিসি মো. ওয়াহিদুল ইসলাম।
তিনি জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে ঢাকার সঙ্গে যাতায়াত করেন। করোনা প্রতিরোধে সরকার ছুটি ঘোষণা করার পরে হাজার হাজার কর্মজীবী মানুষ বাড়িতে ফেরেন। তারা গত দুইদিন ধরে কর্মস্থলে যোগ দিতে এই নৌরুট ব্যবহার করছেন। এতে বাড়ছে করোনার ঝুঁকি। এমতাবস্থায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত আসার পরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।
তবে, জরুরি প্রয়োজনে ২-৩টি ফেরি চালু রাখা হবে জানিয়ে তিনি বলেন, এই ফেরি দিয়ে শুধু অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপার করা হবে।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় ঘাট এলাকায় নিয়োগ দেয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।
ওয়াহিদুল ইসলাম আরো জানান, সকাল থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে। যাতে করে কোনো যাত্রী ঘাট পর্যন্ত পৌঁছাতে না পারে।

error: Content is protected !!