www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

জাতীয়

ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে জীবন-জীবিকার টানে কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।

শনিবার (৮ জুন) সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও গাবতলীসহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ছিল ঈদের ফিরতি যাত্রীদের ভিড়।

আগামীকাল রবিবার থেকে অফিস-আদালত খুলবে। তাই পরিবার নিয়ে শনিবার থেকেই রাজধানীতে ফিরতে শুরু করছেন লোকজন। তবে উত্তরবঙ্গ থেকে ফিরতে টাঙ্গাইল থেকে গাজীপুর পর্যন্ত যানজটে কিছুটা বেগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

এদিকে ঈদের ছুটির কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে ফাঁকা হয়ে উঠে গোটা ঢাকা। তবে শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়ছে। বাস টার্মিনাল, রেলস্টেশন, সদরঘাটে ক্রমেই চাপ বাড়ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, লোকজন ঢাকায় ফিরলেও কর্মব্যস্ত ঢাকা চেনা রুপে ফিরতে আরও এক সপ্তাহ সময় লাগবে।

এদিকে ঈদের ফিরতি যাত্রীদের চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে বলে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

error: Content is protected !!