www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

ইনজুরি শঙ্কা কেটেছে কোহলির

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় ভরসার নাম বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। যে কয়েকটি কারণে ভারতকে এবারের আসরের ফেবারিট বলা হচ্ছে, তার মধ্যে অন্যতম ভারতীয় অধিনায়কের ফর্ম। ব্যাট হাতে কোহলির দিনে যে কাউকেই হারানো সম্ভব; কিন্তু বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় সমর্থকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছে বিরাট কোহলির হাতের ইনজুরি।

গুঞ্জন ছিলো ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় অধিনায়ক। গত শনিবার সকালে অনুশীলনের সময় চোট পান তিনি। ফিল্ডিং করতে গিয়ে আঙ্গুলে চোট পান তিনি। সেই ইনজুরির কারণে ভারতের বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে দেখা যাবে না বলেও গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো।

তবে ভারতের সমর্থকদের জন্য স্বস্তির খবর এসেছে আজ। কোহলিকে ঘিরে থাকা শঙ্কা কেটে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে তাকে। দলের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ‘সে খুব ভালো আছে এবং ইনজুরির অবস্থার ভালো উন্নতি হচ্ছে।’

এর আগেও ভারতীয় দলে হানা দিয়েছিলো ইনজুরি। যে কারণে দুইটি প্রস্তুতি ম্যাচের কোনোটিতেই খেলতে পারেননি কেদার যাদব।

error: Content is protected !!