www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

আসছে ‘ফেসবুকের শহর’

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই ফেসবুক ব্যবহারকারীরা ভার্চুয়ালে নিজেদের আলাদা জগৎ তৈরি করে নিয়েছেন। এবার বাস্তবেও এর প্রতিফলন ঘটতে যাচ্ছে। ফেসবুক নিজস্ব শহর তৈরির উদ্যোগ নিয়েছে। এটাকে বলা হচ্ছে ‘ফেসবুকে ভিলেজ’। যুক্তরাষ্ট্রের মেনলো পার্ক সংলগ্ন স্থানে এই শহর গড়ে উঠবে।
ফেসবুকের এই শহরে থাকবে বাসস্থান, দোকানপাট, ফার্মেসি, হোটেলে এবং ফেসবুকের কর্পোরেট অফিস। এজন্য ইতোমধ্যে ফেসবুক জমিও কিনেছে।
ফেসবুক কমিউনিটি পেজে বলা হয়েছে, আমাদের ভিশন হলো একটি ফেসবুক কমিউনিটি তৈরি করা, যেখানে ফেসবুক সংশ্লিষ্টরা একসঙ্গে সহাবস্থান করবে।
গত দুই বছর ধরে ফেসবুক এই প্রকল্প নিয়ে কাজ করছে। ফেসবুকের চায় ২০২১ সাল নাগাদ এই শহর বাস্তবে রূপ নেবে। ফেসবুকের শহরে ১৫ শ বাড়ি ঘর গড়ে উঠবে। এর মধ্যে ১৫ শতাংশ বাড়ি ঘর মিলবে অনেক কম দামে।
এসব বাড়িতে ফেসবুক কর্মীরা এক অপরের সঙ্গে সংযু্ক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!