www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

আমার ডিকশনারিতে ভয় শব্দটা নেই…শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : ‘ভয় শব্দটা আমার ডিকশনারিতে নেই’-এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাকে হত্যার ষড়যন্ত্র হলেও আমি কারো কাছ থেকে কোনো ফেবার পাইনি। আমি ছোট সময় থেকে রাজনীতির সঙ্গে জড়িত।’
মঙ্গলবার বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এক প্রশ্নের জবাবে এই কথা বলেন।
সাংবাদিকের প্রশ্ন ছিল ১৪ দলের শরিক রাশেদ খান মেননের নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে সরকারকে একঘরে করার কথা বলছে বিএনপি। আপনি (প্রধানমন্ত্রী ) জুজুর ভয় পাচ্ছেন কি না?
উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সঙ্গে জড়িত তাদের সবার বিরুদ্ধেই মামলা আছে। তাদের চেয়ারম্যান দুর্নীতির মামলায় জড়িত হয়ে কারাগারে আছে। দ্বিতীয় ব্যক্তি দুর্নীতির মামলায় দেশান্তরিত। তাদের মুখে এত কথা আসে কীভাবে? কোন সাহসে এই কথা বলে।’
‘যারা এতিমের সামান্য টাকার লোভ সামলাতে পারে না। খুনি দুর্নীতিবাজ। খুনি তো বটেই। পঁচাত্তরের পর আমাকেও তো হত্যার জন্য কতবার চেষ্টা করেছে। এমন কোনো অপকর্ম আছে যার সঙ্গে তারা জড়িত না।’
শেখ হাসিনা অভিযোগ করে বলেন,‘বিএনপি আমেরিকায় এফবিআইয়ের অফিসারকে কিনে ফেললো। তাদের টাকার এত জোর। জয়কে অপহরণের চেষ্টা করলো। কিন্তু এটা ধরে পড়ে গেছে। তাদের উদ্দেশ্য ছিল জয়কে কিডন্যাপ করে হত্যা করবে। এটা কিন্তু আমরা নই, তারাই বের করেছে। যাদের আপাদমস্তক দুর্নীতিতে ভরা তারা কীভাবে এসব কথা বলে?

error: Content is protected !!