www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

জাতীয়শীর্ষ সংবাদ

আজ বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যকার মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন আজ শনিবার শেষ হবে।
গত বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। সম্মেলনে বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। এই দলে বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন।
অন্যদিকে ভারতের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা।
এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা কিংবা আহত করা, বাংলাদেশে মাদক চোরাচালান করা, অস্ত্র, গোলা-বারুদ ও বিস্ফোরকদ্রব্য পাচার, সীমান্ত-নদীর তীর সংরক্ষণের কাজসহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে।

error: Content is protected !!