www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

শীর্ষ সংবাদসারাদেশ

আজ নাজিরপুর গণহত্যা দিবস

নিজস্ব প্রতিবেদক:পাবনার নাজিরপুর গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় পাবনার নাজিরপুর গ্রামে নির্মম হত্যাযজ্ঞ চালায়। এসময় হানাদার বাহিনীর হাতে শহীদ হন ৬২ জন মুক্তিযোদ্ধা। পুড়িয়ে দেয়া হয় অসংখ্য ঘরবাড়ি।
কিন্তু স্বাধীনতার ৪৪ বছর পরও নাজিরপুর গ্রামে কোনো স্মৃতিচিহ্ন নির্মিত না হওয়ায় ক্ষুব্ধ এখানকার মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।পাবনা শহর থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত হেমায়েতপুর ইউপির নাজিরপুর গ্রামটি মুক্তিযুদ্ধের সময় ছিল জেলার পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের মূল ঘাঁটি। এখান থেকেই পরিচালিত হতো পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে হামলা, রণকৌশল। পাক বাহিনীর কাছেও নাজিরপুর ছিল আতঙ্কের নাম।এদিন ৬২ জন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করে পাক বাহিনী। তারা হলেন শহীদ জোনাব আলী সরদার, লোকমান সরদার, রুব্বেল সরদার, মোয়াজ্জেম হোসেন, চাঁদ আলী প্রাং (পঁচা), পাঞ্জাব আলী, খইরুদ্দিন প্রাং, কুলমদ্দিন প্রাং, আব্বাস আলী, খোরশেদ আলী, খইরুদ্দিন প্রাং, মালু প্রাং, আব্বাস আলী, খোরশেদ আলী, সাকুব্বর আলী সরকার, আমিন উদ্দিন, ময়েজ উদ্দিন, ডা. ছামেদ প্রাং, আনতাজ প্রাং, ইজ্জত প্রাং, বান্ডুল প্রাং, আসলাম প্রাং, টিপু প্রাং, আজগর প্রাং, কুশাই প্রাং, আহম্মদ আলী প্রাং, ছোহরাব আলী প্রাং এবং হিরাই প্রাং (সহোদর তিন ভাই), ইউনুস আলী প্রাং, রাংতা, মোক্তার হোসেন প্রাং, মিরজান, আজারি প্রাং, মোতালেব সরদার, আজাহার প্রাং, নাজিরপুর বিশ্বাস পাড়ার রহমত বিশ্বাস, শাহজাহান আলী, সেকেন্দার আলী, সলিম প্রাং, মজিবর প্রাং, জবাঠসা (দাপুনিয়া ইউপির দূর্গারামপুর গ্রামের বাসিন্দা), আকাই প্রাং এবং মোসা প্রাং। অবশিষ্ট ২৬ জনের নাম জানা সম্ভব হয়নি। নাজিরপুর গ্রামের এদিনে যারা গণহত্যায় নিহত হয়েছিলেন তাদের পরিবারকে অদ্যাবধি শহীদ পরিবার হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়নি।স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযোদ্ধারা নভেম্বরে নাজিরপুর ও এর আশপাশের গ্রামগুলোতে অবস্থান নিতে থাকে। তাদের গেরিলা আক্রমণে কয়েকজন হানাদার নিহত হয়। এ অবস্থায় তাদের মধ্যে আতঙ্ক সঞ্চারিত হতে থাকে। তাই পাকসেনারা পাশ্ববর্তী চর শানিরদিয়াড়,তিনগাছা বাগান, শ্রীকৃষ্ণপুরসহ আশপাশে ক্যাম্প স্থাপন করে। এ ক্যাম্প থেকে তারা দলবল নিয়ে ঘরে ঘরে অনুপ্রবেশ করে সন্দেহজনকভাবে তরুণ-যুবকদের ধরে নিয়ে যায়। তাদের হত্যা করে গলা কেটে। এ যুদ্ধে মাস্টার শাহেদ ও আফতাব নামের দুই মুক্তিযোদ্ধা শহীদ হনমুক্তিযোদ্ধারা ২৭ নভেম্বর কৃষ্ণপুর ও ১০ নভেম্বর তিনগাছা ক্যাম্পে গেরিলা হামলা চালিয়ে পাকসেনাদের অবস্থান লণ্ডভণ্ড করে দেয়। এ দুটি হামলায় প্রতিশোধ নিতেই নাজিরপুরে গণহত্যা চালানো হয়। ৬২ জনকে ধরে নিয়ে গিয়ে দুটি খালে নৃশংসভাবে হত্যা করে তারা। আগুনে জ্বালিয়ে দেয়া হয় প্রায় দুই শতাধিক বাড়িঘর। সেদিনের কথা মনে করে আজও শিউরে ওঠেন স্থানীয় মুক্তিযোদ্ধা সহ স্বজন হারানো মানুষগুলো। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল বাতেন জানান, স্বাধীনতার ৪৮ বছর পার হয়ে গেলো। অথচ আজ পর্যন্ত নাজিরপুর গ্রামের স্মৃতিগুলো বিশেষ করে গণকবর বা বধ্যভূমি চিহ্নিত করে সংরক্ষণ করা হয়নি। অযত্ম অবহেলায় পড়ে আছে সেগুলো। সরকারের কাছে আমাদের জোর দাবি এখানে শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধ দ্রুত নির্মাণ করা হোক। প্রতি বছর অনেকটা নিরবে কেটে যায় নাজিরপুর গণহত্যা দিবস। নাজিরপুরে গ্রামে অতিদ্রুত স্মৃতিসৌধ নির্মাণ, শহীদদের তালিকা প্রস্তুতসহ শহীদদের কবর সংরক্ষণের ব্যবস্থা নেবে সরকার-এমনটাই প্রত্যাশা মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী মানুষের।

error: Content is protected !!