www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

বিনোদনশীর্ষ সংবাদ

আজীবন সম্মাননা পাচ্ছেন এ টি এম শামসুজ্জামান

বিনোদন প্রতিবেদক:চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার বেশকিছু ক্যাটাগরিতে প্রতি বছরই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রদান করে। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে যৌথভাবে আজীবন সন্মাননা পুরস্কার পেতে যাচ্ছেন এ টি এম শামসুজ্জামান ও সালমা বেগম সুজাতা।
এটিএম শামসুজ্জামান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এ পরিস্থিতিতে রোববার প্রধানমন্ত্রীর হাত থেকে আজীবন সম্মাননা নেয়ার বিষয়টি নিয়েই আশঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই জটিলতা কাটিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে যাচ্ছেন বরেণ্য এই অভিনেতা।
তার ছোট ভাই সালেহ জামান সেলিম জানান, উনি এখন পুরোপুরি সুস্থ। শনিবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। আগের যে জটিলতাগুলো ছিল সেগুলো এখন আর নেই।
বার্ধক্যজনিত অসুস্থতায় এটিএম শামসুজ্জামানকে চলতি বছরের ২৬ এপ্রিল রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। গত ২৭ এপ্রিল দুপুরে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়। ২৮ এপ্রিল সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এরপর সেখানে তার চিকিৎসা করার পর ঢাকা মেডিকেলে নেয়া হয়। দুই মাসের বেশি সময় চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে বাসায় ফেরেন। এরপর অসুস্থ হলে ২৫ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ষাটের দশকের শুরুতে ‘বিষকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এ টি এম শামসুজ্জামান। এ ছবিতে তিনি সহকারী পরিচালক ছিলেন। আর ‘জলছবি’ ছবিতে প্রথম কাহিনী ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। এছাড়া অসংখ্য চলচিত্র ও নাটকে অভিনয় করেছেন।
এটিএম শামসুজ্জামান অভিনয়ে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

error: Content is protected !!