www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

আখাউড়ায় হাওড়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের পানির তোড়ে আখাউড়ার সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রবিবার সকালে হাওড়া নদীর বাঁধ ভেঙে নিচু এলাকার ৬টি গ্রামের বাড়িঘরে পানি উঠেছে। গাছপালা ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ বিভিন্ন পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এছাড়াও স্থলবন্দরের নিচু এলাকাগুলোতে পানি উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুর রাজ্যের পাহাড়ি ঢলের পানির তোড়ে মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা এলাকায় হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে। এখানকার চলাচলের পাকা রাস্তা ভেঙে পানিতে ভেসে গেছে।
ধাতুরপহেলা, তুলাবাড়ি, কুসুম বাড়ি, টানোয়াপুর, নোয়াপাড়া, নোনাসার এলাকার নিচু বাড়ি ঘরে পানি উঠেছে। পানিবন্ধী হয়ে পড়েছে মানুষ। বাঁধভাঙ্গা এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন, বেড়িবাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রামের নিচু এলাকায় পানি উঠেছে। কিছু বীজতলা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

error: Content is protected !!