www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়লেন স্পেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় সংসদের অনাস্থা ভোটে হেরে পদচ্যুত হয়েছেন। স্পেনের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হারলেন। শুক্রবার এ খবর প্রকাশ করেছে বিবিসি।

মারিয়ানো রাজয়ের দল পিপলস পার্টি (পিপি) বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন স্প্যানিশ স্যোশালিস্ট ওয়ার্কার্স পার্টির (পিএসওই) নেতা পেদ্রো সানচেজ।তিনিই এখন স্পেনের নতুন প্রধানমন্ত্রী হবেন।

শুক্রবার পার্লামেন্টে ভোটের আগে সানচেজ বলেছিলেন, ‘আমরা দেশের গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি।’

২০১১ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন রক্ষণশীল পিপলস পার্টির নেতা রাজয়। শুক্রবার পার্লামেন্টে দ্বিতীয় দিনের মত বিতর্ক চলার সময়ই তিনি পরাজয়ের মুখে রয়েছেন বলে আভাস দিয়েছিলেন।

তিনি সাংসদদের উদ্দেশ্য বলেছিলেন, ‘আরো উন্নত স্পেনের প্রত্যাশায় আমি পদ ছাড়তে পেরে সম্মানিত বোধ করছি।’

বাস্ক ন্যাশনালিস্ট পার্টিসহ অনেকগুলো ছোট দলের সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন স্যোশালিস্ট নেতা সানচেজ। ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৮০ জন এমপি, বিপক্ষে পড়ে ১৬৯ ভোট এবং একজন ভোটদানে বিরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!