www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : শক্তিশালী ব্যাটারির একটি ফোন আনলো চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। ফোনটির মডেল জেডটিই নুবিয়া এন থ্রি। ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ২৪ মার্চ থেকে ফোনটি বিক্রি শুরু হবে।

ব্ল্যাক, গোল্ড আর রেড কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন নুবিয়া এন থ্রি। যদিও ফোনের দাম সম্পর্কে এখনো কিছু জানায়নি জেডটিই।

নতুন এই ফোনটিতে রয়েছে ৫.৯৯ ইঞ্চির আইপিএস টাচস্কিন ফুল এইচডি ডিসপ্লে। নতুন এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
ফোনটির ভেতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর। সঙ্গে রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়িয়ে নেওয়া যাবে ফোনের মেমোরি।

ফোনের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ৭.১ নুগাট।

নতুন নুবিয়া এন থ্রিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। যদিও এই ক্যামেরার সেন্সর সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে এই ফোনে থাকবে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

নুবিয়ার নতুন ফোনটির অন্যতম আকর্ষণ ফোনের বড় ব্যাটারি। এতে নুবিয়া এনথ্রিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সঙ্গে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!