www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

৩০জন শিক্ষার্থীর যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিট

স্টাফ রির্পোটার:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের গরীব-অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রাথমিক ভাবে ৩০ জন শিক্ষার্থীর যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিট। এই উপলক্ষ্যে রবিবার পৌরসদরস্থ রওশন-রফিক মিলনায়তনে ৩০জন শিক্ষার্থীও তাদের অভিভাবকদের হাতে নগদ অর্থ ও আর্থিক অনুদান প্রদান করা হয়। সংগঠনের সদস্য ছোট আলমগীরের প্রাণবন্ত উপস্থাপনায় ও সংগঠনের সভাপতি সাফায়েত হোসেন বড় সাফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এ আর কামরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন-পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো: আহছান উল্লাহ, পৌর কাউন্সিলর এমরান হোসেন বাহার, কবি ও শিক্ষক মো: তাজুল ইসলাম, রোটারী ক্লাব অব নাঙ্গলকোটের চাটার্ড প্রেসিডেন্ট আবদুল হক, উপদেষ্টা আবদুল মান্নান, সহ-সভাপতি খোরশেদ মাহমুদ সোবহান, আবদুল কাহহার, মন্তলী মাদ্রাসার শিক্ষক ইয়াছিন মজুমদার, মাধবপুর মাদ্রাসার শিক্ষক সাইদুল হক, কবি আজিম উল্যাহ হানিফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!