www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

১৬ অক্টোবর আসছে হুয়াওয়ে মেট টেন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের পরবর্তী ফ্লাগশিপ ডিভাইস মেট টেন আসছে ১৬ অক্টোবর। এই ফোনটিতে লেইকার ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সম্প্রতি হুয়াওয়ে মেট টেনের একটি টিজার প্রকাশ করেছে।হুয়াওয়ের প্রকাশিত টিজারে নতুন ফ্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া গেছে। টুইটারে প্রকাশিত ওই টিজারে মেট টেনের ছবি প্রকাশ করা হয়েছে। মেট ১০ ফোন হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯৭০ চিপসেটে চলবে। আইরিশ স্ক্যানার সহ থ্রিডি সেন্সিং প্রযুক্তি, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং এআর সমর্থন করবে এই ফোন। হুয়াওয়ে দাবি করছে তাদের নতুন এই ফোনটি অ্যাপলের আপকামিং ফোন আইফোন ৮ কে টেক্কা দেবে। ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ বলেন, ‘হুয়াওয়ের মেট টেন হবে গুণে মানে অনন্য। এই ফোনটি অ্যাপলের আইফোন ৮ কে টেক্কা দিতে সক্ষম।’হুয়াওয়ের মেট টেনে থাকছে বেজেল লেস ডিসপ্লে। ফোনের পুরোটা জুড়েই থাকবে ডিসপ্লে। এতে ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন। ফোনটিতে কোয়াডকোর প্রসেসর থাকছে। ৪ জিবি র‌্যাম সমৃদ্ধ ফোনটিতে ৬৪ জিবি রম থাকছে। এর ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!