www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

রাজনীতি

১৪ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলতাফ চৌধুরী

নিজস্ব সংবাদদাতা : ১৪ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার সকালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি।

২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইতে সকাল ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে যান বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন এবং আলতাফ হোসেন চৌধুরী।

বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন প্রতিনিধিদল। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ থেকে ১১টা ৪০ মিনিটে বেরিয়ে আসে তারা। এ সময় সাংবাদিক মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিনিধি দলের প্রধান।

নজরুল ইসলাম খানকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ক্ষমতা ছাড়ার অনেক দিন পর আপনারা মন্ত্রণালয়ে আসলেন। প্রতিনিধি দলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও আছেন। আপনাদের অনুভূতি কী? এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আসলে আমরা অনেক দিন পর এসেছি সেটা ঠিক। তবে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আমাদের আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে কোনো পরিবর্তন আসছে কি না। রুমে কোনো পরিবর্তন আছে কি না। এ সময় আলতাফ হোসেনকে মুচকি হাসতে দেখা গেলেও কোনো কথা বলেননি।

উল্লেখ্য, চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে ২০০১ সালে ১১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আলতাফ হোসেন চৌধুরী। ২০০৪ সালের ২৬ মার্চ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!