রূপসা প্রতিনিধি : সড়ক পরিবহণ শ্রমিক লীগ, নগর শাখার উপদেষ্টা শরিফ আহমেদ মোল্লা ও মায়ের দোয়া ফিসের মালিক মারুফ হোসেন মনি’র পিতা সৈয়দ আহমেদ মোল্লার (৮০) স্মরণে গতকাল বাদ জুম্মা স্থানীয় কয়েকটি জামে মসজিদ ও আমদাবাদ বাসভবনে দোয়া অনুষ্ঠিত হয়। ইলাইপুর দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদে দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা হেদায়েতুল্লাহ।
এ সময় সময়ের খবরের সহ-সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, রূপসা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক ছাত্রনেতা আবু আহাদ হাফিজ বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফার শেখ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুচ শেখ, সড়ক পরিবহণ শ্রমিক লীগ নগর সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মিঠু, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মৎস্য ব্যবসায়ী মারুফুল ইসলাম মারুফ, শফিকুল ইসলাম, নোমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেশি অসুস্থ হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।