আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির ভাইস চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, কাতার সংকট নিরসনের নামে সম্প্রতি সৌদি আরব ও তার সহযোগী কয়েকটি আরব রাষ্ট্রের পক্ষ থেকে যেসব দাবি পেশ করা হয়েছে তা অত্যন্ত উসকানিমূলক।
গতকাল সোমবার জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত একটি ফোরামের আলোচনায় অংশ নেয়ার বিরতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে আলাপের সময় গ্যাব্রিয়েল এ কথা বলেছেন।
তিনি আরো বলেন, ‘সৌদি নেতৃত্বাধীন এ শর্তের তালিকায় এমন কিছু দাবি রয়েছে যা দোহার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে।’
সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ও ইরানের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ তুলে গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। এখন এসব দেশ সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে ১৩ দফা শর্ত দিয়েছে যার মধ্যে আল জাজিরা নেটওয়ার্ক বন্ধ ও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি রয়েছে। গত শুক্রবার থেকে ১০ দিনের মধ্যে এসব দাবি মানার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। কাতার এরইমধ্যে এসব শর্ত নাকচ করেছে।
সূত্র: প্রেস টুডে