আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা বিশেষ করে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে দেশটির ডি ফ্যাক্টো নেত্রী অং সাং সু চি-কে শেষবারের মতো সুযোগ দেয়া হলো। অন্যথায় পরিস্থিতি ভয়ংকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয় গুতেরাস।বিবিসি-কে দেয়া এক সাক্ষতকারে গুতেরাস বলেন, ‘যদি এই মুহূর্তে সু চি কোন পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতি চরম বিপর্যয় ডেকে আনবে।রাখাইনের রোহিঙ্গা সংকটকে জাতিসংঘ ‘জাতিগত নির্মূল’ বলে আখ্যা দিয়েছে।মিয়ানমার বলছে,গত মাসে শেষটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে সাধারন জনগণের ওপর কোন হামলার ঘটনা ঘটেনি। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ রাখাইনে পুলিশের ওপর হামলার পরেই চড়াও হয় দেশটির সেনাবাহিনী।