www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

সুশিক্ষাই মানব সম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার ড. কামাল আব্দুল নাসের চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। তাই শিক্ষার্থীদের পিছিয়ে পড়া ঠিক হবে না। ভালোভাবে পড়ালেখা করলে উন্নতি সম্ভব। অন্যথায় টাকা উপার্জন করা সম্ভব কিন্তু সম্মান পাওয়া সম্ভব নয়। এক কথায়-সুশিক্ষাই মানব সম্পদ উন্নয়নের হাতিয়ার। তিনি  শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও কলেজের ব্যবস্থাপনা শিক্ষক এম এ বাশারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ মান্নান, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ভৌমিক, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) দিপন দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ শাহজালাল মজুমদার, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোহাগ মাহমুদ। অনুষ্ঠাতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বায়েজীদ বোস্তামী। এসময় বিজয়করা স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!