www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

সুন্দরগঞ্জে ভিক্ষুক পূণর্বাসন ও বিকল্প কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা

গাইবান্ধা সংবাদদাতা : শুধুমাত্র অর্থদিয়েই ভিক্ষুকদের পূনর্বাসন করা সম্ভব নয়। চাই তাদের বিকল্প কর্মসংস্থান। চাই বিকল্প ও স্থায়ী আয়ের উৎস। গাইবান্ধার সুন্দরগঞ্জে ভিক্ষুক পূণবার্সন ও বিকল্প কর্মসংস্থান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ-পরিচালক শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে জেলা প্রশাসক উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভিক্ষুকদের মাধ্যমে ৩ কিঃ মিঃ রাস্তায় ৩ হাজার ওষধি গাছ (বাসক) রোপন করেন।
উলে¬খ্য ইতোমধ্যে ভিক্ষুকদের মাধ্যমে তাদের স্থায়ী আয়ের উৎস্য তৈরি করতে প্রত্যেকটি ইউনিয়নে ১ হাজার জলপাই গাছের চারা রোপন করা হয়েছে। এছাড়া আগামীতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের আয়বর্ধক সরঞ্জাম প্রদান করা হবে। সুন্দরগঞ্জ উপজেলার সম্মানিত সকল সচেতন মহলকে ভিক্ষুকমুক্ত সুন্দরগঞ্জ গড়ার নিমিত্তে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!