সুনামগঞ্জ প্রতিনিধি : ড. মোহাম্মদ জাফর ইকবাল বলেছেন, এক সময় বাংলাদেশে ইন্টারন্টে, গাড়ী ঘোড়া ছিল না। দেশ এখন উন্নত হয়েছে। দেশের জিডিপি এখন ১৬০০ ডলার। তার প্রধান কারণ হচ্ছে এদেশে ছেলেদের সাথে মেয়েরা সমান তালে পাল্লা দিয়ে পড়ালেখা করে। মেয়েরা এগিয়ে যাওয়ায় দেশ এগিয়ে গেছে। ৪ কোটি ছেলেমেয়ে স্কুল কলেজে লেখাপড়া করে। অস্ট্রেলিয়ায় ২ কোটি মানুষ, কানাডায় ৪৫ লাখ লোক বাস করে। আমরা ১৬ কোটি বাংলাদেশের ৪ কোটি ছেলেমেয়েই স্কুল কলেজে পড়াশুনা করে। তাই দেশ নিয়ে চিন্তা করতে হবে না। তিনি আরও বলেন, ২০০০ সালে পৃথিবীর জ্ঞাণীগুনীরা যুদ্ধের জাহাজ, সোনা হীরা, খনিজকে সম্পদ ভাবত। এখন জ্ঞান অর্জন করা হচ্ছে সম্পদ। তিনি বিদ্যালয়ের বালিকাদের উদ্দেশ্য করে বলেন, তোমরা প্রতিজন সম্পদের অংশ। ৪ কোটি ছেলেমেয়ে মন দিয়ে পড়াশুনা করলে দেশ বিশ্বের অন্যতম সম্পদশালী দেশে পরিণত হবে। তিনি পাকিস্তানের মালালার উদাহরণ টেনে বলেন, মালালাকে তার দেশে পড়াশুনা করতে দেয়া হয়নি। তাকে বিশ্ব নোবেল পুরস্কারে ভুষিত করে সান্তনা দেয়া হয়েছে। আমার এই স্বাধীন দেশে পড়াশুনার কোন বাঁধা নেই। তোমরা শহীদদের রক্তেগড়া এদেশের সন্তান। তোমরা মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে এগিয়ে এসো। শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে ধর্মীয় ভেদাভেদ ভুলে এক হয়ে এগিয়ে যাও। তিনি আইনস্টাইনের মতো চিন্তার ব্যবহার করে জ্ঞান অর্জন করার আহবান জানান। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের সুনামগঞ্জ সরকারী এস সি বালিকা বিদ্যালয়ের বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক কম্পিউটার বিজ্ঞানী ড. মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন। বিদ্যালয়ের সহকারি শিক্ষক শওকত আলী আহমেদ এর সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) মোহাম্মদ সফিউল আলমে সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাবির সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় স্কুলের শিক্ষার্থীরা অর্ধশতাধিক প্রজেক্ট নিয়ে অংশ গ্রহন করে। অংশগ্রহনকারীদের মধ্যে চার বিষয়ে চার জনকে পুরস্কৃত করা হয়। এর আগে জাফর ইকবাল প্রযুক্তি মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। সভায় কোরআন তেলোয়াত মোছা: মজিদা মেহেদী রাজ, গীতা পাঠ করেন শ্রবণী রায়।