সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ট্রাফিক পুলিশের উদ্দ্যোগে গতকাল বুধবার নতুন বাসষ্টেশন মল্লিকপুরে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজি:১৮৬৬ কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসমিনিবাস মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সেজাউল, সভাপতি সুনামগঞ্জ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ১৮৬৬ চেয়ারম্যান নুরুল হক, সম্পাদক সুনামগঞ্জ বাস , মিনিবাস শ্রমিক ইউনিয়ন ১৮৬৬, টি আই শামছুল হক,টি আই হায়দার,মো:বুরহান উদ্দিন, মো: আনোয়ার মিয়া মো: মিছবা,মো: ফারুক মিয়া, সেতুমিয়া, হাজী নুরুল হক, মো:কাহার মিয়া, আলী আমজদ, রেজাউল প্রমুখ।
দূর্ঘটনা রোধে চালকদের সাথে মতা মত ও পরামমর্শ দেন পুলিশ সুপার বরকতুল্লা খান, চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মনে করেন তিনি।