সুনামগঞ্জ প্রতিনিধি : আদিবাসী সংগঠন ট্রাইবেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি পুলক আজিমকে গতকাল বুধবার রাতে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ উপজেলা রেষ্ট হাউস থেকে গ্রেফতার করেছে।’ পুলক তাহিরপুর উপজেলার ট্রাইবেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও বড়দল উওর ইউনিয়নের সীমান্তবর্তী পল্লী আনন্দপুর বারেকটিলা প্রয়াত স্কুল শিক্ষক পরেন্দ্র মারাকের ছেলে।’
জানা গেছে, তাহিরপুর উপজেলার হতদরিদ্র ৯৫ জন আদিবাসীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকে ৯৫ হাজার বরাদ্দ দেয়া হলে ট্রাইবেল সভাপতি পুলক আজিম প্রতারণার মাধ্যমে তাহিরপুর সোনালী ব্যাংক থেকে বরাদ্দকৃত টাকা উক্তোলন করে আত্বসাত করেন।
উল্ল্যেখ যে, চলতি বছরের ১০ জুলাই রাতে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ ও তাহিরপুর থানা পুলিশের যৌথ অভিযানে পুলক আজিমের আনন্দপুর বারেটটিলার বাড়ি থেকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপের নেতা কুচিং মারাককে গ্রেফতার করার পর পরই পুলক ঘাঁ ঢাকা দিয়েছিলো।’কুচিং ভারতের মেঘালয় রাজ্যের মেঘালয় জেলার মেন্দিপাথর বস্থির লিজেং মারাকের ছেলে।’ গ্রেফতারকালীন সময়ে কুচিং তার বাংলাদেশী এপারের সহচর তাহিরপুর উপজেলার ট্রাইবেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বারেকটিলার পূলক আজিমের বাড়িতে পুলক সহ আরো কয়েকজনকে নিয়ে ওই রাতে মাদক সেবন করছিলো। পুলিশী অভিযানে অন্যদের সাথে পুলকও পালিয়ে যায়।’