স্টাফ রিপোর্টারঃ সমতা, ন্যায়বিচার ও মর্যাদা প্রতিষ্ঠার মহান প্রত্যয় নিয়ে রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার সনদের ৭০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ব মানবাধিকার দিবস ২০১৭ উদযাপনের লক্ষ্যে “সার্ক মানবাধিকার ফাউন্ডেশন” কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে কুমিল্লা টাউন হল মাঠে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন “সার্ক মানবাধিকার ফাউন্ডেশন” কুমিল্লা মহানগর শাখার সভাপতি, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী জনাব মো. জহিরুল ইসলাম মজুমদার, সংগঠনের সাধারণ সম্পাদক, মানবাধিকার কর্মী কাজী শাখাওয়াত হোসেন শরীফ, সহ-সভাপতি, লেখক ও সাংবাদিক মো.আফজাল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহা.ফখরুদ্দীন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান, মানবাধিকার কর্মী আলা উদ্দীন। র্যালি ও সমাবেশে স্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহের শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।