তালা(সাতক্ষীরা)প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ছয়টি গাঁজা গাছসহ স্বামী স্ত্রী আটক করা হয়েছে।উপজেলার জেঠুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।পুলিশসূত্রে যানাযায়, উপজেলার জেঠুয়া গ্রামে মো. আনিচুজ্জামান সরদার ওরফে গুশাই আনিচ (৪৫) তার বাড়ির পাশে নিজ জমিতে গাঁজার গাছ চাষ করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার পুলিশ অফিসারের নেতৃত্ব গুশাই আনিচের বাড়িতে অভিযান চালিয়ে ছয়টি গাঁজা গাছসহ আনিচ্জ্জুামান সরদার ওরফে গুশাই আনিচ ও তার স্ত্রী রানু বেগম (৩২) আটক করা হয় ।এ ব্যাপারে তালা থানায় ১৯৯০ সালের মাদ্রকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে ।