ক্রীড়া প্রতিবেদক : আগের দিন খেলা শেষে সাব্বির রহমান বলেছেন, এই উইকেট নিয়ে তিনি এখনও ভালো ধারণা করতে পারছে না। মানে চট্টগ্রামের উইকেট তার তখনও অজানা। দীর্ঘ সময় ব্যাট করে ৬৬ রান করার পরও। হ্যাঁ, ঢাকা টেস্টের মতো চট্টগ্রামেও আলোচনার এক নম্বর বিষয় উইকেট।
তবে সাব্বিরের অজানা উইকেটে তিনি নিজে তো বটেই, ভালো ব্যাট করছেন অধিনায়ক মুশফিকও , যিনি ৬২ রানে আছেন অপরাজিত। সাব্বির উইকেট চিনতে পারেননি, মুশফিক? কে জানে, হয়তো বাংলাদেশের অধিনায়কের কাছেও চট্টগ্রামের উইকেট এখনও কিছুটা রহস্যে আবৃত!
প্রথম দিন দুই দলই মাঠে চলে আসে ঘণ্টা দুয়েক আগে। তবে আজ একটু দরি করেই মাঠে আসলেন তারা। সকাল পৌনে নয়টার দিকে মাঠে আসে দুই দল। দুই দলই যথারীতি হালকা অনুশীলন করে নিয়েছে মাঠে।
তার আগে দুই দলের সিনিয়র খেলোয়াড়রা উইকেটটা আরেকবার দেখে নেন ভালো করে। নাথান লায়ন, ও’ফিক, কামিন্সরা বেশ সময় নিয়ে উইকেট দেখে নিলেন। মুশফিক তো মাঠে এসেই সরাসরি চলে আসেন উইকেটে। সঙ্গে ছিলেন ১৯ রানে অপরাজিত থাকা নাসির। দুই কিউরেটরের সঙ্গে কথা বলেন তারা। সম্ভবত তাদের কাছ থেকে উইকেট সম্বন্ধে আরও স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করেছেন মুশফিকরা। আজ দ্বিতীয় দিনে সেই ধারণা নিয়েই মাঠে নামছে বাকি ব্যাটিং লাইন আপ।
৬ উইকেটে ২৫৩ রান। টাইগারদের লক্ষ্যে এটাকে ৩৪০-৩৫০ এ নিয়ে যাওয়া। যদিও কাজটা কঠিন।