www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

শ্রীপুরে থানা রোড সংলগ্ন মার্কেটে দুর্ধর্ষ চুরি:

শ্রীপুর,গাজীপুর, সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর থানা সংলগ্ন মার্কেটের “রিপন স্টোর” নামক পাইকরী ( মুদি দোকানে) গত ০৮/০৪/১৮ তারিখ রাত্রে মার্কেটের তৃতীয় তলার গ্রীল কেটে সিড়ি দিয়ে নিচে দোকানে প্রবেশ করে দোকান থেকে আনুমানিক ১,৭৫,৪০০/ টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেট ও নগদ ২৫,০০০ টাকা ক্যাশ বাক্স ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, পরদিন সকালে দোকানের মালিক রিপন সরকার দোকান খুলে দোকানের মালা-মাল এলো-মেলো এবং ক্যাশ বাক্স ভাঙ্গা দেখে । ক্যাশ বাক্সে রেখে যাওয়া ২৫,০০০ টাকা ও দোকানের মালামাল চুরি হয়েছে। রিপন সরকার আশে পাশের দোকানদার ও বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে চুরির বিষয়টি অবহিত করেন এবং থানায় অভিযোগ দাখিল করেন। চুরি যাওয়া মালামাল খুজা খুজির এক পর্যায়ে পরস্পর জানতে পারেন যে, ১। নাঈম (১৭), পিতা: জাহাঙ্গীর মন্ডল, ওরফে কালু মন্ডলে নাতী উক্ত চুরির সাথে জড়িত থাকতে পারে। তখন অভিযোগের ভিত্তিতে শ্রীপুর, থানার এস.আই শহিদুলের নেতৃত্বে একদল পুুলিশ চুরিকৃত মালামালের আংশিক সহ নাঈমকে গ্রেফতার করেন। নাঈমের তথ্য মতে, চুরিকৃত বাকী মালামাল পিপলু রহমানের বাড়িতে আছে বলে স্বীকার করে। বাকী মালামাল উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চুরির বিষয়টি জানাজানি হলে শ্রীপুর পৌরশহরে বিভিন্ন দোকানদারের মাঝে এক আতঙ্কের সৃষ্টি হয়।তাদের বক্তব্য, থানার ১০০ গজের মধ্যে বার বার চুরি হলে আমরা শহরের দোকানদারগণ কোথায় যাব? এ বিষয়ে প্রশাসন যদি সঠিক ব্যবস্থা না নেয়, এবং বাকী চোর ও গডফাদারদের গ্রেফতার না করেন ,তাহলে আমরা ব্যবসায়ীরা পথে গিয়ে দাড়ানো ছাড়া আর কোন গতি থাকবে না। গত ২/৫ মাসের মধ্যে শ্রীপুর থানার (১০০ গজের মাধ্যে) রোডের আমানের দোকানে কয়েক বার চুরি হয়েছে এ ছাড়া একই দূরত্বে অবস্থিত সোহেল ফার্মেসি, রোমানের মুদির দোকান, মধ্যবাজারে থানা থেকে ২০০গজের মধ্যে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা উল্লেখ যোগ্য। এ বিষয়ে শ্রীপুর বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!