শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুলকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এসময় তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মোস্তাফিজুর রহমান বুলবুল শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিমউদ্দিনের ছেলে। তার বাড়ি উপজেলার শৈলাট এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগের এই নেতার সাথে একই এলাকার সন্ত্রাসী হাবি ডাকাতের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল জানান, তিনি শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে শৈলাট নতুন বাজারে একটি চায়ের স্টল থেকে চা পান শেষে মাগরিবের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় স্থানীয় নায়েব আলীর ছেলে হাবি ডাকাতের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলযোগে এসে দুই রাউন্ড গুলি ছুড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি। এ সময় স্থানীয়রা সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা দ্রæত ঘটনস্থল থেকে সটকে পরে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান,এ ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তার অনুসন্ধান চলছে।