www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

শেরে বাংলার সাতুরিয়ায় বিশ্ববিদ্যালয় স্থাপন ও পদ্মাসেতর নামকরনের দাবি মানববন্ধন

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : শেরে বাংলা একে ফজলুল হকের জন্মস্থান ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ায় পৃথক নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল তার জন্মদিন। সাতুরিয়ায় তার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শেরে বাংলার নামে পদ্মাসেতরু নামকরনের দাবিতে মানববন্ধন করা হয়। বৃহস্পতিবার বিকেলে সাতুরিয়া গ্রামের শের-ই বাংলা একে ফজলুল হক রিচার্স ইনস্টিটিউট চত্ত্বরে এ মানববন্ধন এবং ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ সভাকক্ষে সাতুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শের-ই বাংলা একে ফজলুল হক রিচার্স ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী তানবির আহম্মেদ। টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন শের-ই বাংলা একে ফজলুল হক রিচার্স ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম। বক্তব্য রাখেন কাজি খলিলুর রহমান, জিএম মোর্শেদ, মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, আব্দুর রাজ্জাক ও আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়া তার মাতুলালয় ভবন চত্ত্বরে ইউনিয়ন যুবলীগের সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সভায় জেলা পরিষদ সদস্য সোবাহান খান প্রধান অতিথি ছিলেন। ইউনিয়ন যুবলীগ সভাপতি মহারাজ হোসেনের সভাপতিত্বে আসলাম হোসেন মৃধা, ফখরুল ইসলাম খান, আব্দুস সবুর ও সৈয়দ সাব্বির আহম্মেদ রাজিন প্রমুখসহ নেতৃবৃন্দ ও সুধীজন বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!