শেখ হেলাল উদ্দীন কলেজে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটে ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষ বিষয়ক আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রমান্য চিত্র প্রদর্শণ করা হয়। শনিবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাসের উপস্থাপনায় অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে আলেচনা আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইফতেখারুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্ণিং বডির সদস্য ও ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, গভর্ণিং বডির সদস্য স.ম আব্দুর রব, মোঃ ফারুকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, কৃষ্ণ পদ রায়, কুমার দাস, দীনমহম্মদ মোল্লা, প্রভাষক উৎপল কুমার দাস, সালমা খাতুন, মোঃ সিরাজুল ইসলাম, অপূর্ব লাল সাহা, কমলে চন্দ্র হালদার, সহকারী মৎস্য কমৃকর্তা শেখ সিরাজুল হক, ক্ষেত্র সহকারী সঞ্চয় কুমার বাছাড়, অর্ণব বিশ্বাস, মোঃ সাদিউর রহমান, লীপজিল্লুর রহমান, তরুন কুমার মল্লিক, কম্পিউটার সহকারী মেজবা উদ্দীন সহ কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে সাংধস্কৃতি অনুষ্ঠান ও প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।