www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: আরেক মামলার রায় পড়া শুরু

নিজস্ব প্রতিবেদক : ২৮ বছর আগে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে আওয়ামী লীগেরে সভাপতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টার দুই মামলার রায় পড়া শুরু হয়েছে। রবিবার সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাহিদুল কবির এ রায় পড়া শুরু করেন।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের অস্থায়ী আদালতে হত্যাচেষ্টার মামলার রায় ছাড়াও এবং একই ঘটনার বিস্ফোরক আইনের মামলায় সদরঘাটের আদালতে রায় ঘোষণার কথা আছে। দুপুরের পর এই রায় ঘোষণা হতে পারে।

শেখ হাসিনাকে হত্যার জন্য ২০ বার পরিকল্পনা বা হামলা চেষ্টার তথ্য রয়েছে। এর মধ্যে মামলা হয়েছে মোট ১৪টি। এসব মামলার মধ্যে কেবল দুটি মামলার রায় হয়েছে। আজকের দুটি মামলা নিয়ে এই সংখ্যা দাঁড়াবে চারে।

২০০০ সালের ছিয়াত্তর কেজি বোমা দিয়ে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার দুটি মামলায় গত ২০ আগস্ট ১০ জনের মৃত্যুদণ্ড, এক আসামির যাবজ্জীবন, তিন জনের ১৪ বছর এবং ৯ জনের ২০ বছর করে কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!