নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরে শিশু পার্কের রাইড থেকে পড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আফসারা।
আজ শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।
মৃত আফসারার বাবা আকরামুল্লাহ বলেন, আজ শনিবার বিকাল সাড়ে পাঁচটার সময়ে আফসারা আমাদের সঙে শ্যামপুরের ইকো শিশু পার্কে যায়। সে আমাদের সঙ্গে একটি রাইডে উঠেছিল। অসাবধনতাবশত সে আমার কোল থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যা সাতটার সময়ে মৃত ঘোষণা করেন।
শিশু আফসারার পরিবার রাজধানীর যাত্রাবাড়ী থানার পশ্চিম কুতুবপুরের শাহি মসজিদ রোডের একটি বাসায় ভাড়া থাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।