সুনামগঞ্জ (শাল্লা) প্রতিনিধি : শাল্লা উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, আ’লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন। গতকাল সকালে উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শাল্লা উপজেলা প্রেসক্লাব, মৎসজীবি সংগঠন, দলিল লিখক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীগণ পৃথক পৃথক র্যালির মাধ্যমে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৃথক পৃথক আলোচনা সভায় মিলিত হন।
পরে দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর বক্তগণ আলোকপাত করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ’লীগ নেতা অ্যাড: অবনী মোহন দাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ড. আজিজুর রহমান, মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সোমেন চাকমা, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা কেএম রেজাউল হক প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্ম ও কর্ম জীবনীর উপর রচনা শিক্ষা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এক কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।