www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

‘লন্ডন হাইকমিশনে হামলাকারীরা যেন দেশে আসতে না পারে’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলাকারীদের শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। মানববন্ধন থেকে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের নেতারা এই দাবি জানায়।

বিএনপি এই হামলা চালিয়েছে এমনটা দাবি করে দলটির বিচার চাওয়া হয়েছে মানববন্ধন থেকে।

মানববন্ধনে অংশ নিয়ে বিশেষজ্ঞ ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেন, ‘সম্প্রতি লন্ডনের বাংলাদেশ দূতাবাসে বিএনপি নামধারী একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। তার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি। একটি দেশের দূতাবাস হলো সেই দেশের সার্বভৌমত্বের প্রতীক। কোনো দেশের দূতাবাসে হামলা করা মানে সেই দেশে হামলা করার শামিল।’

মামুন আল মাহতাব বলেন, ‘আমরা চাই এই হামলাকারীরা যেন আর বাংলাদেশে আসা যাওয়া করতে না পারে। তারা পাকিস্তানি মানসিকতার লোক। তাদের দেশে আসার কোনো দরকার নেই। সরকারের কাছে আমাদের জোর দাবি হামলাকারীদের দ্বৈত নাগরিকত্ব বাতিল করতে হবে।’

বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘দূতাবাসে হামলার দায় বিএনপি স্বীকার করেছে। লন্ডন দূতাবাসে হামলা চালিয়ে তারা বঙ্গবন্ধুকে অবমাননা করেছে। জাতির পিতাকে অবমাননা করা মানে দেশের সংবিধানকে অবমাননা করা। আমরা এই সংবিধান লঙ্ঘনকারীদের বিচার অবিলম্বে চাই, তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হোক। যাতে আর কেউ এভাবে বঙ্গবন্ধুকে অবমাননা করতে না পারে।’

উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘যারা দেশের আদালত অবমাননা করে তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। তারা বাংলাদেশকে বাংলাদেশ মনে করে না, পাকিস্তান মনে করে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ সৈকত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!