নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা। তিনি বলেন, বাংলাদেশে প্রায় চার লাখ রোহিঙ্গা এসেছে। বাংলাদেশের মতো বহুল জনসংখ্যার দেশে তাদের খাদ্য ও বস্ত্র যোগান দেওয়া বড় চ্যালেঞ্জ। বিষয়টি অনুধাবন করে ভারত সাত হাজার টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে। ৫৩ টন পাঠানো হয়েছে। বাকিগুলো ভারতের বিশাখাপত্তম বন্দর থেকে জাহাজে এবং বিমানে করে কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম আসবে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় ত্রাণসামগ্রী হস্তান্তরের সময় এসব কথা বলেন শ্রিংলা। ভারতীয় ত্রাণসামগ্রী গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।গত ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশিচৌকিতে উগ্রবাদীদের হামলার সূত্র ধরে রাখাইন রাজ্যে দমন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ। এরপর থেকে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারে ঢল নামে রোহিঙ্গাদের। আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য ও পানি সংকট চরম আকার ধারণ করায় শরণার্থী হিসেবে আসা রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকার সাধ্যমতো রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়দানের বিষয়টি বিবেচনা করলেও এতো বিপুলসংখ্যক নাগরিকের আশ্রয়দান বাংলাদেশের জন্য কষ্টকর।রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেশি দেশ ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে সম্প্রতি প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছিলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে দেশে-বিদেশে, সারা দুনিয়া আজ উদ্বেগ প্রকাশ করছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেশী বিশাল ভারতের এই উদ্বেগ প্রকাশের পাশাপাশি তাদের আমাদের পাশে থাকা প্রয়োজন।ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ ভারত। পুরো বিষয়টিতে আমরা বাংলাদেশকে সমর্থন করি। বাংলাদেশ যা করছে ভারত তাকে অত্যন্ত প্রশংসনীয় মনে করছে। তাই রোহিঙ্গাদের জন্য আমাদের যে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে তার নাম দেওয়া হয়েছে অপারেশন ইনসানিয়াত।হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশে যে পরিমাণ রোহিঙ্গা এসেছে তা বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি। এরপরও মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। এজন্য আমরা বাংলাদেশকে সাধুবাদ জানাই।এ সময় আরও উপস্থিত ছিলেন- ভারতের ভারপ্রাপ্ত চট্টগ্রাম সহকারী হাইকমিশনার অরুন্ধতি দাস, ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি নবনিতা চক্রবর্তী, প্রেস অ্যাটাসে রঞ্জন মণ্ডল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ।ভারতীয় ত্রাণবাহী বিমানটিতে চাল, ডাল, তেল, চিনি, লবণ, গুড়ো দুধ, বিস্কুট, নুডলস, সাবান ও মশারি রয়েছে। এগুলো ১৫ কেজি করে প্যাকেট করা। একজন রোহিঙ্গা ১৫ কেজির একটি প্যাকেট পাবেন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) মাসুকুর রহমান শিকদার জানান, ত্রাণসামগ্রীগুলো দ্রুত কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও বান্দরবানের নাক্ষ্যংছড়ি এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছে পাঠানো হবে।