রূপসা প্রতিনিধি : জীবনের জন্য প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিমুল শিশু বান্ধব শিখন, বিনোদন কেন্দ্রের শিশু ও অভিভাবকদের নিয়ে শিশু কিশোর সমাবেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১২ সেপ্টেম্বর বেলা ১১ টায় শিমুল সিএফএলআরসি, বাগমারা পূর্ব রূপসায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সমাজ সেবক আবু আহাদ হাফিজ বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা প্রবির রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। ওয়ার্ল্ড ভিশন প্রজেক্ট কর্মকর্তা আবেদা সুলতানার পরিচালনায় বক্তৃতা করেন প্রজেক্ট ম্যানেজার প্রভাষ চন্দ্র বিশ্বাস, এরিয়া সমন্বয়কারী কমল ডি রোজারিও, প্রধান শিক্ষক হায়দার আলী, লুৎফর রহমান, ইসমোতারা খাতুন, ফাতেমা খাতুন পান্না, ইউপি সদস্য আ. সালাম, অলোক চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে ৪৫ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।