রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নির্বাহী পরিষদ সিন্ডিকেটসহ ৫৫টি গুরুত্বপূর্ণ পদের জন্য নির্বাচন হতে যাচ্ছে ২৩ এপ্রিল। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. এম আব্দুস সোবহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারীকে রিটার্নিং অফিসার করে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া হয় বলে জানান উপ-রেজিস্ট্রার মোখলেছুর রহমান।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১৯৭৩ এর অর্ডিন্যান্স ও স্টাটিটিউট অনুযায়ী বিশ্ববিদ্যালয় ৯টি অনুষদের ডিন, (প্রাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকদের মধ্য থেকে একজন করে সদস্য নিয়ে) ৫জন সিন্ডিকেট সদস্য, (৩ জন সহযোগী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক ব্যতীত তিনজন শিক্ষকসহ) ৬ শিক্ষককে নিয়ে শিক্ষা পরিষদ, ফাইন্যান্স কমিটির একজন শিক্ষক প্রতিনিধি, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে ১ জন শিক্ষক প্রতিনিধি, সিনেটের ৩৩ শিক্ষক প্রতিনিধিরসহ মোট ৫৫ পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।