নিজস্ব প্রতিবেদক : রাজ্জাক আঙ্কেলের সঙ্গে আমার একবার বাইকে চড়ার সুযোগ হয়েছিল। এসময় সারা পথেই আমাকে বলেছেন কোন সমস্যা হচ্ছে কি না। আমার মনে হয়েছে আমি যেন বাবার সঙ্গে যাচ্ছি।বিশ্বাস হচ্ছে না আঙ্কেল আর নেই। পর্দা থেকে পেছনের নায়ক রাজ্জাক আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।এভাবেই মঙ্গলবার দুপুরে এফডিসিতে শ্রদ্ধা জানাতে এসে স্মৃতিচারণ করলেন নায়িকা শাবনূর।সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাবনূর বলেন, প্রথমে আমি মৃত্যুর সংবাদ পেয়ে বিশ্বাস করতে পারি নি। চলচিত্রের প্রতিটি মানুষ তাকে বাবার মতো শ্রদ্ধা করতেন। এ শোক কিভাবে কাটিয়ে উঠবো আমরা তা জানিনা।স্মৃতিচারণ করে শাবনূর বলেন, বছর দুয়েক আগে রাজ্জাক আঙ্কেলের জন্মদিনে গিয়েছিলাম। সেসময় তার বাসায় কতো দুষ্টুমি করেছিলাম। আমাকে দেখে মা বলে সম্বোধন করে বলেছিলেন, কতদিন পর তোকে দেখলাম। আমরা এক অভিভাবক হারালাম। তার অভাব পূরণ হওয়ার নয়।