ঝালকাঠি থেকে : ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের দক্ষিন বড়ইয়ায় দরের খালের উপর ২০১৩ সালের জাইকা প্রজেক্টের কোটি টাকার ব্রীজটির নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার কথা থাকলেও ৪ বছরেও সম্পূর্ন কাজ শেষু করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিতুসি ট্রেডার্স। ব্রীজের দুই পাশের এপ্রোস সড়কের কাজ না করায় ব্রীজ পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার শিশু শিক্ষর্থীসহ স্থানীয় লোকজনকে। দক্ষিন বড়ইয়া বিষখালী নদীর খেয়াঘাট যেতে এ ব্রীজটি ব্যবহার করে হাজার হাজার মানুষ। ১০৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মিম্নমাধ্যমিক বিদ্যালয় ব্রীজের দক্ষিন পারে হওয়ায় কোমলমতি শিশু শিক্ষার্থীরা প্রতিদিনই পোহাচ্ছে চরম দূভোগ এবং ব্রীজে পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। স্থানীয় নুরুল ইসলাম, অটো চালক হাফিজুর রহমান, দ্বীন ইসলাম, সোহাগ ও রুবেল খানসহ আরো অনেকে জানায়, ব্রীজটির এপ্রোস সড়ক না হওয়ায় তাদের যাতায়তে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ লুৎফর রহমান জানান, কাজ শেষ করার জন্য নির্মাণ প্রতিষ্ঠানকে বার বার নোটিশ করা হলেও কাজ শেষ করেনি। জাইকার বাস্তবায়ন সংস্থার জেলা কর্মকর্তা প্রকৌশলী মোঃ রুহুল আমিন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৮ দিনের মধ্যে এপ্রোস সড়কের কাজ শেষ করার নিমিত্তে চুড়ান্ত নোটিশ পাঠানোর প্রক্রিয়া চলছে।