যশোর সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় সতীনের ছেলের কুড়ালের আঘাতে সৎ মা মারা গেছেন। রবিবার রাত ৮ টার দিকে পৌরসদর কিত্তীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, রাত আনুমানিক ৮ টার দিকে মা-ছেলের বাকবিতণ্ডার এক পর্যায়ে আনোয়ারা বেগমের সতীনের ছেলে মিম কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে মুমূর্ষু অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, সৎ মা দীর্ঘদিন তাদের উপর নির্যাতন করে আসছিলেন। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদ করিম বলেন, ঘাতক সৎ ছেলে হত্যার পর থানায় আত্মসমর্পন করেছে৷
নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের মশিয়ার রহমানের দ্বিতীয় স্ত্রী।