মুরাদনগরে অসহায়দের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদে ২৫টি পরিবারের মাঝে এই ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদেরের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ত্রান সামগ্রি বিতরণ করেন। উপজেলার ২৫টি পরিবারের প্রত্যেক পরিবারকে ২ বান্ডেল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা করে দেয়া হয়েছে।
ইউএনও বলেন, স্থানীয় সংসদ সদস্য মহোদয় নিজের একান্ত প্রচেষ্টায় ত্রান মন্ত্রনালয় থেকে এই বরাদ্দ এনেছেন। যা পেয়ে ২৫টি অসহায় পরিবারের মুখে হাঁসি ফুটেছে।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা। কামাল উদ্দিন চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, সমাজ সেবা অফিসার কবির আহমেদ প্রমুখ।