মুন্সিগঞ্জ থেকে : মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ৫০ জেলেকে আটক করে কারাদণ্ড, ৫০৫ কেজি মা ইলিশ ও ৭ লাখ ২ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে। গত রোববার রাত ৮টা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদরের মেঘনা, লৌহজং ও শ্রীনগর উপজেলার পদ্মা নদীর অংশে এই অভিযান চলে। জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অলিয়ুর রহমান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে মুন্সীগঞ্জের পদ্মা নদীর লৌহজং অংশে ৫০ জেলেকে আটক করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ কেজি মা ইলিশ ও ২ লাখ কারেন্টজাল জব্দ করা হয়েছে। এছাড়া শ্রীনগর উপজেলার পদ্মা নদী থেকে ৫ লাখ ২ হাজার মিটার কারেন্টজাল, ৪০ কেজি মা ইলিশ এবং মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদী থেকে ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট এবং বিভিন্ন মাদরাসা ও এতিমখানা মা ইলিশ বিতরণ করা হয়েছে। মৎস্য কর্মকর্তা আরো জানান, প্রজনন মৌসুমে ১লা অক্টোবর থেকে ২২শে অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।