মুন্সীগঞ্জের সিরাজদিখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী আসামিসহ ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে শেখর নগর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। মঙ্গলবার উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শেখর নগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই হাফিজুল ইসলাম জানান, মঙ্গলবার দুুপুরে উপজেলার চিত্রকোট ইউনিয়নের কমলপুর গ্রামে স্বামী নাজিমউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি গৃহবধূ লুৎফা বেগম (৩২)-কে গ্রেপ্তার করা হয়।
২০০৬ সালে গ্রেপ্তারকৃত লুৎফার বিরুদ্ধে তার ভাইয়ের বউকে আগুনে পুড়িয়ে হত্যা করার অভিযোগে আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এর পর থেকে লুৎফা পালিয়ে বেড়াচ্ছিল।
এদিকে, মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ শেখকেও গ্রেপ্তার করা হয়েছে। সে চিত্রকোট ইউনিয়নের উত্তর মরিচা গ্রামের আব্দুর রহমানের পুত্র।
এছাড়া বিভিন্ন মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল খা (৩২) রাজিব হোসেন (২৫) মো. আমান (২৫), সুমন মিয়া (১৮) ও ইদ্রিস আলী (২৬)-কে ও গ্রেপ্তার করা হয়। তাদের সবার বাড়িই চিত্রকোট ইউনিয়নে।