www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

শিক্ষা

মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ কে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহন

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের নিয়ে জঙ্গিবাদ, মাদক, ইভটজিং, বাল্যবিবাহ কে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠানে লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে দর্শনা অডিটরিয়াম হল রুমে এই অনুষ্ঠানে আয়োজন করেন লাল সবুজ সংঘ চুয়াডাঙ্গা শাখা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লাল সবুজ সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা সভায় জঙ্গিবাদ, মাদক, ইভটজিং, বাল্যবিবাহ প্রতিরোধে দিক নির্দেশনামূলক বক্তব্য ও শিক্ষার্থীদের প্রশ্নউত্তর শেষে শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, দর্শনা মেমনাগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, দক্ষিন চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, কেরু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরাম হোসেন সিকদার, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক কবি আবু সুপিয়ান। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!