www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

মাইক্রোম্যাক্সের ৮ ইঞ্চির ট্যাব

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স ৮ ইঞ্চির একটি ট্যাব বাজারে ছাড়তে যাচ্ছে। মডেল ক্যানভাস প্লেক্স ট্যাবলেট। এইচডি ডিসপ্লের এই ট্যাবটিতে ৩ জিবির র‌্যাম এবং ৩২ জিবি রম ব্যবহার করা হয়েছে। ট্যাবটিতে ডিটিএস টেকনোলজি সমৃদ্ধ। ভারতের বাজারে ট্যাবটি বিক্রি হচ্ছে ১২ হাজার ৯৯৯ রুপিতে। এর আগে গত বছরের শেষের দিকে মাইক্রোম্যাক্স তাদের সর্বশেষ ট্যাব বাজারে ছেড়েছিল। সেটা ছিল ক্যানভাস ট্যাব পি৬৮১। এটি সাশ্রয়ী দামের।
দাম ৭ হাজার ৪৯৯ রুপি।ট্যাবটিতে আছে ৮ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৮০০x১২৮০ পিক্সেল। এতে আছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর। ট্যাবটিতে ১ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবটির বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।মাইক্রোম্যাক্সের নতুন ট্যাবটির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের।ট্যাবটির বিশেষ ফিচার হিসেবে রয়েছে ডিটিএস ডুয়াল বক্স স্পিকার, জিপিএস, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এফএম রেডিও। এর ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!