www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

নিজস্ব প্রতিবেদক : ভোলায় শাজবাজপুরের কাছে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ৭০০ বিলিয়ন কিউবিক ফিট গ্যাসক্ষেত্রের সন্ধ্যান পেয়েছে সংস্থাটি। জ্বালানি ও খানিজসম্পদ বিভাগ মন্ত্রিসভাকে এ তথ্য জানিয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার তেজগাঁওয়ের কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিব এই ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে সচিব জানান, মন্ত্রিসভার আজকের বৈঠকে কোনও এজেন্ডা ছিল না। তবে বৈঠকে ভোলার শাহবাজপুরের নতুন গ্যাসক্ষেত্র পাওয়ার খবর নিয়ে আলোচনা করা হয়।

এসময় জানানো হয়, শাহবাজপুরে এর আগেও একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছিল। নতুন সন্ধান পাওয়া গ্যাসক্ষেত্রটি আগের গ্যাসক্ষেত্রটির তুলনায় দ্বিগুনেরও বেশি বড়। আগের গ্যাসক্ষেত্র ও নতুন গ্যাসক্ষেত্র মিলিয়ে শাহবাজপুর থেকে মোট এক ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস পাওয়া যাবে ধারণা করা হচ্ছে।

এছাড়া, মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০১৬-১৭ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!