কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গিশ্বর আহছান স্মৃতি সংসদ আয়োজিত ডাবল স্মাট মোবাইল ক্রিকেট টুর্নামেন্ট বুধবার বিকেলে বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতন মাঠে উদ্বোধন অনুুুষ্ঠিত হয়েছে।
নক আউট পদ্ধতির এ খেলায় ১৬ টি দল অংশ গ্রহন করেন,উদ্বোধনী খেলায় পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যান সোসাইটি একাদশ বনাম নুরপুর স্পোর্টিং ক্লাব অংশ নেন।
এতে ২ নং পেরিয়া ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও নাঙ্গলকোট উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার ফরহাদের সভাপতিত্ত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আল- মাহমুদ ভূইয়া বাবু। উদ্বোধক উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংবাদিক তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার,আল আরাফাহ্ ইসলামী ব্যাংক বাংলাবাজার আউটলেট শাখার ম্যানেজার মোঃহেমায়েত উল্লাহ ভূঁইয়া ওই ব্যাংকের যুক্তিখোলা বাজার শাখার ম্যানেজার মোঃ আহসান উল্ল্যাহ ,হাফেজ আমান উল্লাহ, মোঃ সোহাগ মজুমদার প্রমূখ। এর আগে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।