www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

বিজ্ঞান ও প্রযুক্তি

বিশ্বের প্রথম ওয়ারলেস চার্জিং ল্যাপটপ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল বিশ্বের প্রথম ওয়ারলেস চার্জিং সুবিধা সম্বলিত ল্যাপটপ বাজারে এনেছে। এটি টু ইন ওয়ান ল্যাপটপ। ল্যাটিটিউড সিরিজের এই ল্যাপটপটির মডেল ৭২৮৫ টু ইন ওয়ান। ল্যাপটপটির সঙ্গে চার্জিং ডক রয়েছে। এই চার্জিং ডক দিয়ে ল্যাপটপটি চার্জ দেয়া যাবে। যদিও টু ইন ওয়ান এই ল্যাপটটিতে ওয়ারলেস চার্জিং সুবিধা নেই। এজন্য একটি ডকের সাহায্য নিতে হবে। এতে ওয়ারলেস কম্পিটেবল কিবোর্ডও রয়েছে। চার্জিং ডকের ৫০ মিটারের মধ্যে ল্যাপটপটি রাখলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে। ল্যাপটপটির মূল্য ১২০০ ডলার। এতে কোর আই৫-৭ওয়াই৫৪ মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে আছে ৮ জিবি র‌্যাম। ল্যাপটপটিতে ১২ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!